সংবাদ, ঘটনার অন্তরালের সংবাদ জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন এমন সংবাদকর্মী বা সাংবাদিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে তৈরি হয় বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ)। সাংবাদিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ সাংবাদিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটি আজ সোমবার (২৮ শে ডিসেম্বর) নারায়ণগঞ্জ চাষাড়ায় এক সভায় আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম মামুন, জেনারেল সেক্রেটারি এসএম শামসুল হক।
বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ হাসিন শাহিন পাপ্পুর সভাপতিত্বে এই সভায় বাংলাদেশ সাংবাদিক জোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সাইফুল ইসলাম রুবেল কে ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন -সিনিয়র সহ সভাপতি হাসিন শাহিন পাপ্পু, সহ-সভাপতি কাজী মোহসিন সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি, সহ সভাপতি মোঃ আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান উজ্জ্বল, সাজেদা ইসলাম, আলআমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক ইমরান হোসেন খান ( সম্পাদক বর্তমান খবর), দপ্তর সম্পাদক মোঃ সুমন শেখ, সহ-দপ্তর সম্পাদক আহমেদ শরীফ পারভেজ।
সভায় প্রধান অতিথি জনাব জাহিদুল ইসলাম মামুন বলেন- আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। সাংবাদিকদের কলম যেন থাকে সত্যের প্রতি একনিষ্ঠ, আমাদের মনে রাখতে হবে কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। আমাদের কর্তব্য যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি।
বাংলাদেশ সাংবাদিক জোট নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণার পর, নারায়ণগঞ্জ জেলার সভাপতি খন্দকার সাইফুল ইসলাম রুবেল এর অনুমতি নিয়ে জনাব হাসিন শাহিন পাপ্পু সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply