- প্রচ্ছদ
- নারায়নগঞ্জ, সিদ্ধিরগঞ্জ
- বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর জন্য, কোনো আর্মি অফিসারের জন্য নয়- সভাপতি চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়।
- প্রকাশিতঃ আগস্ট, ১৫, ২০২০, ১২:৫৫ অপরাহ্ণ
-
১৪৮ বার দেখা হয়েছে
আমাদের এই দেশ প্রায় আড়াই শত বছর শাষিত ও শোষিত হয়েছে বিদেশি শক্তি দ্বারা। বাংলাদেশ এই পরাধিনতা থেকে মুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য,কোনো আর্মি অফিসারের জন্য না- বলেন চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের সভাপতি,আরামবাগ যুব সংঘের সেক্রেটারি,আরামবাগ সমাজ কমিটির জয়েন্ট সেক্রেটারি ও আল ইকরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি কাজী নাজমুল ইসলাম বাবুল।
বর্তমান খবর প্রতিনিধিকে সমাজ সেবক ও শিক্ষানুরাগী কাজী নাজমুল ইসলাম বাবুল বলেন- বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন একটি যুদ্ধ বিদ্ধস্থ দেশকে তার নিরলস প্রচেষ্টা, দুদর্শিতা ও মেধা দিয়ে উন্নয়ন করছিল, ঠিক তখনই আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে দাবিয়ে রাখতে, বঙ্গবন্ধুকে হত্যার নীলনক্সা তৈরী করে। এতে আমাদের দেশের কিছু স্বাধীনতা বিরোধী শক্তি ও বিপথগামী কিছু সেনা সদস্য জরিত হয়ে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। এই নারকীয় হত্যাকাণ্ড আমাদের জাতির জন্য কালো অধ্যায়। বঙ্গবন্ধুসহ ১৫ ই আগষ্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এ বিভাগের আরও খবর...।
Leave a Reply