রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমন মোকাবেলায় এবং ব্যাপক বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রূপগঞ্জ উপজেলার সকল হাট-বাজারের কৃষিপন্য, সার, কীটনাশক, কাঁচাবাজার, মুদিদোকান ও ওষুধেরে দোকান সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার ঘোষণা দিয়েছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
২ মার্চ বৃহস্পতিবার রাত ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রূপগঞ্জ উপজেলার ফেসবুক পেইজে এক ঘোষণাপত্রের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। উল্লেখিত প্রতিষ্ঠান ছাড়া অন্য সকল প্রতিষ্ঠান ছাড়া অন্য সকল প্রতিষ্ঠান বিশেষ করে চা স্টল, টিভি প্রদর্শন সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া ঘোষণাপত্রে মসজিদ/মাদ্রাসায় তবলীগ জামাত, তালিম, মাশোয়ারা পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিনা প্রয়োজনে কাউকে ঘরের বাইরে না আসা এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এসকল আদেশ অমান্যকারী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুম ব্যবস্থা গ্রহণের ঘোষণাও ঘোষণাপত্রে জানানো হয়।
এর আগে গত ১ মার্চ বুধবার নিজ ফেসবুক পোস্টে অসহায় গরীব মানুষের জন্য বেতন এবং ভাতা দান করার ঘোষণা দিয়েছিলেন রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম।
একই ফেসবুক পেজ থেকে পোস্ট করে জানানো হয়, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গরীব, অসহায়দের সাহায্যার্থে রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম এক মাসের বেতন এবং নববর্ষ ভাতার সম্পূর্ণ অর্থ দান করেন।
Leave a Reply