কাউসার আহাম্মেদ শাওন
ষ্টাফ রিপোর্টারঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতীর জনক বঙ্গবন্ধূ শেখ মজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে গোদনাইল হলি উইলস স্কুলে “বঙ্গবন্ধু কর্ণার” উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্যে “ চাচা মরহুম রমিজ উদ্দিন ভূইয়া (সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ও সাবেক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি) এবং বাবা মরহুম নজরুল ইসলাম ভূইয়া (সাবেক গোদনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) আমার কর্মস্পৃহা এবং নাসিক ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডের জনগণ আমার প্রেরণা বলে মন্তব্য করেন নাসিক ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ প্রার্থী তাসনুভা নওরিন ইসলাম ভূইয়া।
তাসনূভা নওরিন ইসলাম ভূইয়া
সেমবার (২০ সেপ্টেম্বর) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গোদনাইল হলি উইলস স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধানের সহধর্মিনী সাজেদা হাসান। সভায় সন্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিক ০৪, ০৫,০৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, নাসিক ১০, ১১, ১২ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম এবং ০৭,০৮,০৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ প্রার্থী তাসনুভা নওরিন ইসলাম ভূইয়া।
সভায় তাসনুভা নওরিন ইসলাম ভূইয়া বলেন- এই এলাকার প্রতিটি শিক্ষার্থীর উচিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করা। আমাদের জাতীর জনকের জীবন ও কর্ম সম্পর্কে ভালোভাবে জানা, তাহলে আমরা আগামী দিনে সু নাগরিক হিসাবে গরে উঠতে পারব এবং দেশ ও দশের কল্যানে নিজেকে মেলে ধরতে পারব।
উল্লেক্ষ্য হলি উইলস স্কুল থেকে জানানো হয়- এই এলাকার ছাত্র- ছাত্রীরা সব সময় আমাদের এই বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করতে পারবে।
সভায় আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মহিউদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান সাব্বির আহম্মেদ প্রধান, স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা শামীমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও স্কূলের অভিভাবকগন।
Leave a Reply