সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: করোনায় কর্মহীন ও নিম্ন আয়ের সাধারণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। রবিবার (৬ এপ্রিল) ৮নং ওয়ার্ডের কর্মহীন সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় রুহুল আমিন মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরীব খেটে খাওয়া মানুষদের জন্য পাঠানো এই ত্রাণ গুলো সকলের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছি। পাশাপাশি তাদেরকে বাসায় থাকার জন্য বলছি। আপনারা বাসায় থাকবেন। দয়া করে কেউ কোন কারনে বাড়ি থেকে বের হবেন না। নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে হলে এখন একটাই কাজ তা হলো যার যার বাসায় অবস্থান করা। ইতোমধ্যে নারায়ণগঞ্জকে করোনা ভাইরাসের সংক্রমনের রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই সকলকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি।
Leave a Reply