নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ছাত্রদলের কমিটিতে প্রকৃত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে গঠন করার প্রতিবাদে শনিবার (৯ ই জানুয়ারি) সকাল ১১টায় বি এন পির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ করে স্মারকলিপি দেয় নারায়ণগঞ্জ ছাত্রদল নেতাকর্মীদের একাংশ এবং তারা নারায়ণগঞ্জ ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির কুশপুতুল দাহ করেছে ।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন- ফতুল্লা থানা ছাত্রদলকে ধ্বংস করতে অনেক দিন থেকেই তৎপর একটিমহল। রাজপথের কর্মসূচি পালন করতে গিয়ে যখন নেতাকর্মীরা জেল, জুলুম, নির্যাতনের শিকার হচ্ছেন ঠিক তখনই একটি অশুভ চক্র দলীয় অন্ত:কোন্দলের অপতৎপরতায় লিপ্ত রয়েছে।
ছাত্রনেতা সাগর সিদ্দিকী বলেন-ফতুল্লা থানা ছাত্রদলের বর্তমান বিতর্কিত কমিটি বাতিল ও রনির শাস্তির দাবিতে আমরা সবাই আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সমবেত হয়েছি এবং ফতুল্লা থানা ছাত্রদলের সব প্রতিবাদী সহযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে আমাদের এ যৌক্তিক প্রতিবাদে একাত্মতা পোষণ করেছেন। স্বৈরাচারী সরকারের দালাল রনির স্বেচ্ছাচারিতায় গঠিত ফতুল্লা থানা ছাত্রদলের এই বিতর্কিত ও হাস্যকর কমিটি বিলুপ্ত করে যোগ্য, ত্যাগী ও মেধাবী নেতাকর্মীদের মাধ্যমে ফতুল্লা থানা ছাত্রদল কমিটি গঠন করা হওক। ফতুল্লা থানাসহ নারায়ণগঞ্জ জেলার অন্য সব ইউনিটে টাকার বিনিময়ে অছাত্র, ভুয়া সার্টিফিকেটধারী, বিবাহিত, অযোগ্য লোকদের পদায়ন করে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে ছাত্রদলকে নতুন করে সাজানো হোক। আমরা চক্রান্তকারী রনি ও তার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে বহিষ্কারের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলকে শুদ্ধ করবো ইনশাআল্লাহ।
এসময় আরোও উপস্থিত ছিলেন- ছাত্রনেতা পিয়াস খন্দকার, আরিফ হাসান, লেলিন আহম্মেদ, রোমান আহম্মেদ, সিফাত আহম্মেদ, সোহাগ, তূর্য, আল আমিন, বাবু, শান্ত, সাকিল, ইফতি, শাওন, রনি, আবিদ, রবিনসহ আরো অনেকে।
Leave a Reply