ডালিম স্বাধীন
ঢাকা প্রতিনিধিঃ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরিক্ষা করার জন্য স্থাপন করা ৬টি আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ খবরের সত্যতা নিশ্চিত করেন, এর ফলে বাংলাদেশের যাত্রীদের দুবাই, আবুধাবি এবং শারজাহ যাওয়ায় আর কোনো বাধা রইলো না।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান জানান- বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)’র চেয়ারম্যানকে অনুমোদনের বিষয়টি উল্লেখ করে একটি চিঠি দেওয়া হয় তাতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন আপনাদের স্থাপিত ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিতভাবে ফ্লাইট চালুর অনুমোদন দেওয়া হলো। এই সিদ্ধান্ত বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে কার্যকর হবে তবে, একজন যাত্রী যাত্রা শুরুর কমপক্ষে ৬ ঘণ্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আমিরাতের উদ্দেশ্যে রওনা হতে পারবে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে গত আগস্ট মাসে শর্ত দেওয়া হয়েছিল- দেশটিতে যেতে হলে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ লাগবে। কিন্তু বাংলাদেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যেতে পারছিল না প্রবাসীরা।
অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমস্যার সমাধানে এগিয়ে আসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হজরত শাহজালাল বিমানবন্দরের ছয়টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হয়। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ করোনা পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রততম সময়ে পরীক্ষার জন্য র্যা পিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাব কাজ করবে। ল্যাব করার অনুমোদন পাওয়া ছয়টি প্রতিষ্ঠান হলো- গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। এখানে জনপ্রতি ১ হাজার ৬০০ টাকা পরীক্ষা ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি।
Leave a Reply