ষ্টাফ রিপোর্টঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’ শুক্রবার (০৫ মার্চ) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দেরে এসে পৌঁছেছে । এর আগে বৃহস্পতিবার (০৪ মার্চ) কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড থেকে ড্যাশ-৮-৪০০ মডেলের উড়োজাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘শ্বেতবলাকা’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানবীর আহমেদ সংবাদ প্রতিনিধির কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর ও দ্বিতীয় উড়োজাহাজটি গত ২৪ ফেব্রুয়ারি বিমান বহরের সাথে যুক্ত হয়। বর্তমানে বাংলাদেশ বিমান বহরে ‘শ্বেতবলাকা’সহ মোট উড়োজাহাজের সংখ্যা হলো ২০টি।
Leave a Reply