ষ্টাফ রিপোর্টারঃ
বিশ্ব ভালোবাসা দিবসে পথশিশুদের মধ্যাহ্নভোজ করালো সিদ্বিরগঞ্জ থানা প্রেস ক্লাব ও স্ট্রিটস চাইল্ড। সিদ্বিরগঞ্জ চিটাগাংরোডস্থ তাজমহল চাইনিজ রেস্তোরাঁয় রোববার (১৪ ফেব্রুয়ারি) পথশিশুদের জন্য এ আয়োজন করে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সংগঠন “সিদ্বিরগঞ্জ থানা প্রেস ক্লাব” ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন “স্ট্রিটস চাইল্ড”। শুধু মধ্যাহ্নভোজ নয়; পথশিশুদের হাতে উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেন সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতেই স্ট্রিটস চাইল্ড’র সৌজন্যে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় সিদ্বিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা। অনুষ্ঠানে নেচে গেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা দিনটি কাটিয়েছে তাদের মনের মত আনন্দ উপভোগ করে। ভালোবাসা দিবসে এভাবেই পথশিশুদের সঙ্গে ভালোবাসা বিনিময় করেন সিদ্ধিরগঞ্জ থানার সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্। প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পথশিশুরা।
এসময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ বলেন- সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা পথশিশুদের সাথে ভালোবাসা দিবস উদযাপন করছে। পথশিশুদের প্রতি তাদের মমত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। আমি মনে করি রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি প্রতিষ্ঠান যদি পথশিশুদের পাশে দাঁড়ায় তাহলে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।
সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল মতিন, দৈনিক জনকণ্ঠের ষ্টাফ রিপোর্টার মোঃ খলিলুর রহমান, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সৌরভ ইমাম, সহ-সভাপতি শাহাদাত হোসেন স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম.এ.শাহীন, প্রচার ও দফতর সম্পাদক মোঃ এমরান হোসেন, বিশাল আহমেদ, এস কে শাওন, কামরুল হাসান, ইসমাইল হোসেন মিলন, মো: ইমন, এম.এইচ সৈকত, রাশেদুল ইসলাম রাজু। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আমিনুর রহমান হৃদয়, ফ্রি-ল্যান্স সাংবাদিক আব্দুল্লাহ -আল মাসুম, ম্যানচেস্টার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এম এ রব ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম তনয় প্রমুখ।
Leave a Reply