ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা জেলার মালিগাও গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার মেয়ে আসমা আক্তার। পিতৃহীন এতিম মেয়েকে এলাকাবাসীর সহায়তায়, মেয়ের একটু সুখের আশায় বিধবা মা সন্তানকে বিয়ে দেন ধার দেনা করে। যৌতুকের লোভে লম্পট স্বামী বিয়ের কিছু দিন পরেই স্ত্রীকে না জানিয়ে পুনরায় ২ সন্তানের জননী অন্য এক নারীকে বিয়ে করে, ঘটনা জানাজানি হলে প্রথম স্ত্রীর উপর অকথ্য অত্যাচারের ষ্টিম রোলার চালাতে থাকে লম্পট অর্থলোভি স্বামী। ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে প্রথম স্ত্রী অসহায় এতিম আসমা।
ঘটনায় প্রকাশ- বিগত প্রায় ৬ মাস আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড রসুলবাগ এলাকার ফরহাদ মিয়ার ছেলে রোমান মিয়ার সাথে বিয়ে হয় কুমিল্লা জেলার মালিগাও গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার মেয়ে আসমা আক্তারের। বিয়ের কিছু দিন পর স্বামী রোমান মিয়া যৌতুকের জন্য চাপ দেয় স্ত্রী পিতৃহীন এতিম আসমাকে। আসমার মা ধার দেনা করে ও এলাকার মানুষের সহযোগীতায় মেয়ের সুখের আশায় এতিম মেয়েকে বিয়ে দিয়েছিলেন নাসিক-১০ নং ওয়ার্ড রসুলবাগ এলাকার রোমান মিয়ার সাথে।
যৌতুকের টাকা না পেয়ে স্বামী রোমান মিয়া ২ সন্তানের জননী অন্য এক মহিলাকে পুনরায় বিয়ে করে। ঘটনা জানাজানি হলে আসমার পরিবার কয়েকবার পারিবারিকভাবে ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে রোমানের পরিবারের সাথে বসে, কয়েক দিন পূর্বে আসমা-রোমানে বিয়েতে উকিল বাবা নাসিক-১০ নং ওয়ার্ড রসুলবাগের খোরশেদ মিয়া বাসায় বসে কিন্তু কোন সুরাহা হয়নি। উল্লেক্ষ্য নাাসিক-১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন এই বিচারের সুষ্ঠু সমাধানের আশ্বাশ দেন।
Leave a Reply