বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি ) এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল ১ ই সেপ্টেম্বর নানাবিধ কর্মসূচি পালন করে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কেন্দ্রীয় অফিস হতে এই কার্যক্রমের উদ্ভোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সভাপতি জনাব আবু বক্কর সিদ্দিক।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সারা দেশের নেতাকর্মীদের উপস্থিতিতে স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা যুদ্ধের সন্মুখ যোদ্ধা,সেক্টর কমান্ডার, কৃষকের বন্ধু,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। এই সময় অন্যান্য নেতৃবৃন্দের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কবির জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম সাইফুল ইসলাম সরকার এবং ঢাকা জেলা,ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মহানগর উত্তর সভাপতি মো: গিয়াস উদ্দিন এবং সহযোগিতায় ছিলেন বাপ্পি সিকদার আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল ।
Leave a Reply