বাংলাদেশের গনতন্ত্র প্রবর্তনকারী দল বি এন পি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বি এন পি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী বিভিন্ন অঙ্গসংঘঠন নানাবিধ কর্মসুচির উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এ টি এম সাইফুল ইসলাম সরকার দেশবাসীসহ সকল গনতান্ত্রীক কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বর্তমান খবর প্রতিনিধিকে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এ টি এম সাইফুল ইসলাম সরকার বলেন- বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সন্মূখ যোদ্ধা, সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ থেকে ৪১ বছর পূর্বে ১ ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর প্রতিষ্ঠা করেন। একনায়কতন্ত্র, শৈরতন্ত্রের যুলুম থেকে বাংলাদেশ ও দেশবাসীকে মুক্ত করে, দেশে গনতন্ত্রের প্রবর্তন করেন কৃষকের বন্ধু, মানবতার পূজারী প্রেসিডেন্ট জিয়া। সার্ক গঠন করে দক্ষিণ এশিয়ার লোকজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরী করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইরাক- ইরানের দির্ঘ যুদ্ধের অবসান হয় প্রেসিডেন্ট জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গনতন্ত্র ও গনতান্ত্রীক মূল্যবোধকে পুনরুদ্ধার করতে দেশনেত্রী, তিন বার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে ও তারুন্যের অহংকার তারেক রহমান এর নেতৃত্বে সকলস্তরের জাতীয়তাবাদী শক্তিকে এক হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বি এন পির হাতকে শক্তিশালী করতে, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে, জাতীয়তাবাদী শক্তিকে এক হতে হবে। এ সময় আরো উপস্তিত ছিলেন বাপ্পি শিকদার আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর তরুণ দল ও নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের যুগ্ন আহবায়ক ফয়সাল ও রবিন ।
তিনি আরো বলেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। করোনার এই সময় সবাই সামাজিক দুরত্ব বজায় রাখবেন, মাক্স পরবেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
Leave a Reply