স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মজিবর রহমান শাহের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
দোয়া মাহফিলে যুগ্ন আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়ন, নূর আলম সরকার দুলু, অধ্যক্ষ মমিমুল ইসলাম মমিন, সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, কবির হোসেন, আব্দুল মতিন সরকার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ, মোকাররম হোসেন মুকুল, ওমর ফারুক বাদশা প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কামনায় মোনাজাত করা হয়।
Leave a Reply