সুমন হাসান বাপ্পি
ভরনিয়া মশালডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে আর তাই বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক, সকল শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদের মাঝে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। এলাকাবাসিসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বিশেষ অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুল কুদ্দুস সহ বিদ্যালয় পরিচালনা কমিটি, ও সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদেরকে। বিদ্যালয়টি ১৯২৬খ্রি: স্থাপিত হয়। জাতীয়করণ করা হয় ১৯৭৩ খ্রি।
প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ভরনিয়া মশালডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯১ সনে যোগদান করেন সহকারী শিক্ষক হিসেবে, ২০১০ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন । বর্তমানে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ২০২ জন, তারমধ্যে ৯১ জন বালক এবং ১১১ জন বালিকা।
ভরনিয়া মশালডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টিতে নান্দনিক একটি একাডেমিক ভবন, চতুর্দিকে সীমানা প্রাচীরসহ একটি প্রধান ফটক নির্মাণ করা হয়েছে।
Leave a Reply