মোঃ মাসুদ রানা :
ভারতীয় গরু সহ ৩ জন আসামি গ্রেফতার। অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসায় এদের গ্রেফতার করেছেন ডোমার থানা পুলিশ। ৪ই অক্টোবর বুধবার ডোমার থানা পুলিশ ও চিলাহাটি তদন্ত কেন্দ্রের যৌথ আয়োজনে এই পুলিশি অভিযান পরিচালিত হয়।
ডোমার থানা সূত্রে জানা যায় আসামি মোঃ মস্ত হোসেন (৫৯) পিতা করিম উদ্দিন গ্রাম গোমাতি পশ্চিম মাস্টার পাড়, মোঃ শামসুল (৬০) পিতা মৃত শহর উদ্দিন, গ্রাম উত্তর কেতকি বাড়ি, আবদুল হান্নান (৪৫) পিতা মৃত আব্দুর রহমান গ্রাম উত্তর কেতকি বাড়ি, সকল আসামির বাড়ি ডোমার থানা।তারা ভারতীয় সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে শুলকো কর ফাঁকি দিয়ে দুটি ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি(১)/২৫-ডি মামলা করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply