বিশেষ প্রতিনিধিঃ
বেনাপোল চেকপোস্ট দিয়ে শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ দুই শিশুসহ ১২ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। অবৈধ পথে ভারত গিয়ে দেড় থেকে তিন বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন শিশুসহ এই ১২ বাংলাদেশি নারী-পুরুষ।
ভারতে দেড় থেকে তিন বছর সাজাভোগ করা ১২ জনের মধ্যে ৩ জন নারী, ৭ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। তাদের বয়স ৭ থেকে ৩৫ বছর এর মধ্যে। এরা বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলার বাসিন্দা বলে জানান। পরে বেনাপোল পোর্ট থানা থেকে “জাস্টিস অ্যান্ড কেয়ার” নামক একটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যায়।
জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত বলেন- বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় তারা ভারতের বেঙ্গালুর যান। সে দেশের বেঙ্গালুরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। সেখান থেকে ‘তালাশ’ নামের ভারতীয় একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে, সেখান থেকে, দেড় থেকে তিন বছর পর তারা দেশে ফিরে এসেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন- এসব নারী-পুরুষ সীমান্তের অবৈধ পথে বিভিন্ন সময়ে ভারতে যান কাজের আশায়। ভারতের বিভিন্ন অঞ্চলে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে ধরা পরে, এরপর আদালতের মাধ্যমে তারা সেখানকার জেলহাজতে যান। সেখানকার জেলহাজতে দেড় থেকে তিন বছর থাকার পর ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন।
Leave a Reply