নিজস্ব প্রতিনিধি (ওয়ারদে রহমান):
নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ শাখায় তায়কোয়নদো প্রতিযোগিতা- ২০২০ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে জেলা পরিষদ সংলগ্ন নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ শাখায় বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা মহানগরীর বিভিন্ন জেলার স্কুলের তায়কোনদো টীমের অংশ গ্রহণে বঙ্গবন্ধু ২য় আইটিএফ তায়কোয়নদো-২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন এম. কে বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব এ কে এম শামীম ওসমান।
তিনি বলেন, এই স্কুলের যে কর্ণধার, আমি তার নামের কোনো পদবি ব্যবহার করবোনা। আমি তাকে আমার ভাইয়ের মত মনে করি বাশার ভাই, যিনি শিক্ষার জন্য বাচ্চাদের মানুষ করার জন্য, একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, এই প্রতিষ্ঠান নির্মান করেছে। আমি তাকে ধন্যবাদ জানাই। এটা একটা পুরানো ভাঙ্গাচুরা গার্মেন্টস ছিলো এবং এই গার্মেন্টসের অবস্থা খুবই খারাপ ছিলো। খারাপ থাকার বিধায় এটা ভাড়া দেওয়া হয়েছে। আমি যখন এই প্রতিষ্ঠানের ভিতরে ঢুকলাম এবং ১তলা থেকে ৬তলা পর্যন্ত গেলাম তখন আমার মনের ভিতর থেকে শুধু একটা কথাই বের হলো, বাহ্।
ভালো সন্তান সেই হতে পাড়বে যে, তার মা-বাবাকে শ্রদ্ধা করবে : শামীম ওসমান। ছবি- ওয়ারদে রহমান
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে শিল্প একাডেমীতে হাতের লেখা প্রতিযোগিতা হয়েছিলো, ৯টি পুরস্কার পেয়েছিল এই স্কুলটি। তখন কয়েক মাস হয়নাই। কিন্তু এই কয়েক মাসের মধ্যে হাতের লেখা প্রতিযোগিতায় ৯টি পুরস্কারের ৯টি পেয়েছিলো এই ক্যামব্রিয়ান স্কুল। আমি তখন অবাক হয়েছিলাম।
ভালো সন্তান সেই হতে পাড়বে যে, তার মা-বাবাকে শ্রদ্ধা করবে : শামীম ওসমান। ছবি- ওয়ারদে রহমান
এছাড়াও তিনি বলেন, স্বপ্ন আমরা সবাই দেখি, স্বপ্নের কথা আমরা সবাই বলি। সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। আমার মাকে নিয়ে উনি আজকে লাইব্রেরী করেছেন। এই কারনেই করেছেন যে, উনি নিজের মাকে ও অত্যন্ত বেশি ভালোবাসেন। আমি দেখেছি ওনার লেখা কবিতা যখন পড়ছিলো, তখন বাশার ভাইয়ের চোখের পানি অঝর ধারায় ঝরেছে। মানুষের জীবনে সবচেয়ে ইম্পরট্যান্ট জিনিস হচ্ছে ভালো মানুষ হওয়া। আপনি রাষ্টপতি হতে পারেন, ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু আপনি মানুষ খারাপ, এটার কিন্তু কোনো মূল্য নাই। আগে দরকার হলো ভালো মানুষ হওয়া। আর ভালো সন্তান সেই হতে পাড়বে যে, তার মা-বাবাকে শ্রদ্ধা করবে। তার জন্যে ভালো মানুষ হওয়া খুব সহজ। আমি আশাকরি, লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানরা এদেশের জন্য কিছু করবে। বাচ্চাদের সবার জন্য আমার শুভ কামনা রইলো। এর আগে তিনি স্কুলটির ৫ম তলায় ভাষা সৈনিক নাগিনা জোহা নামে স্মৃতি পাঠাগার উদ্ধোধন করেন।
Leave a Reply