স্টাফ রিপোর্টার: করোনা আক্রান্ত দুই রোগীর সংস্পর্শে আসায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) দুই চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে এক চিঠিতে ভিক্টোরিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা.নাজমুল এবং ডা. গোলাম মোস্তফাকে হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এরপর থেকে এই দুই চিকিৎসক বাসায় অবস্থান করছেন।
এরআগে একই হাসপাতালের চিকিৎসক সাবিনাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সর্দি-কাশির রোগীর সংখ্যা বেড়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বন্দরের এক নারীকেও এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
Leave a Reply