কাউসার আহম্মেদ শাওন
ষ্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশ ০৮ নং ওয়ার্ড ভূইয়াপাড়া এলাকায় শুক্রবার ৭ মে ঈদ সামগ্রী বিতরণ করে অনলাইন ভিত্তিক সংগঠন ইন্সপিরেশন। নিন্ম আয়ের প্রায় ১০০ পরিবারের মাঝে “ইন্সপিরেশনের সাহায্যেই হোক স্বাবলম্বী”- স্লোগান নিয়ে এই ঈদ সামগ্রী বিতরন করে সংগঠনটি। এই সময় মহানগর আওয়ামীলীগ সহ প্রচার সম্পাদক ও নাসিক-১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন এবং নাসিক -০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী বিতরন করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা, এডমিন হাসান সারোয়ার বলেন- আমাদের এই সংগঠন অনলাইন ভিত্তিক একটি ছোট সংগঠন, আমাদের এই সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত ফেইসবুক সংগঠন। ফেইসবুক সংগঠন হওয়ায় আমাদের অনেক প্রবাসী বন্ধুরাও এর সাথে যুক্ত, তারপরেও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। দেশের অনেক জায়গায়ই আমাদের কার্যক্রম চলছে। আমাদের এই সংগঠন ইন্সপিরেশনের মাধ্যমে আমরা চাই, একজন পিছিয়ে পরা ব্যক্তি- একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য নিয়ে সামনের কাতারে এসে দাড়াক, নিজেকে প্রতিষ্ঠিত করুক। স্বচ্ছল, স্বাবলম্বী এবং আত্মকর্মী হয়ে উঠুক। আমাদের এই সংগঠন ঈদে পোশাক বিতরণ, বন্যায় ত্রাণ বিতরণ, জীবানু নাশক বিতরণ, করোনায় জন সচেতনতা বৃদ্ধিসহ নানাবিধ সামাজিক কর্মকান্ড করে থাকে। রাকিব আহম্মেদ, সঞ্জিত সাহা, হৃদয় কুমার, মিনহাজ উদ্দিন, সাইফুল ইসলাম, মনির হোসেন, মমতাজ আক্তার লিপিসহ একঝাক তরুণ এই সংগঠনের সাথে নিরলসভাবে যুক্ত আছে।
Leave a Reply