মতলব উত্তর উপজেলাধীন অলিপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান কমিটি গঠনের শুরু থেকেই কমিটি সভাপতি নিয়ে নানান বিতর্ক ছিল। দীর্ঘ দুই বছরে এই কমিটি মিটিং করেছে কয়েকটি মাত্র। নিয়মবহির্ভূত ভাবে অনেক ভাউচারে প্রয়োজনের অধিক খরচ দেখিয়ে ভাউচার পাশের অভিযোগও আছে চলমান কমিটির সভাপতির বিরুদ্ধে। আর মাত্র কয়েক দিনের (১৪ ডিসেম্বর ২০২০ ইং) মধ্যে এই কমিটির মেয়াদ শেষ হতে চলেছে। এরই মধ্যে কমিটির সভাপতি হারুন অর রশিদ তার নিজস্ব প্রভাব খাটিয়ে বিশেষ উদ্দেশ্যপ্রণিত ভাবে তার মেয়াদের শেষ সময়ে (৭ ডিসেম্বর ২০২০ইং তারিখে নিয়োগ পরীক্ষা) বিদ্যালয়ে একজন ল্যাব এসিষ্টন্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই পদের জন্য কয়েকজন প্রার্থী থাকলেও তারই (সভাপতির) ছোট ভাই সালাউদ্দিনের মেয়ের জামাই অর্থাৎ ভাতিজি জামাই খালিদ হাসান ওরফে সোহাগ কে চুড়ান্ত নিয়োগ প্রধানের জন্য মোটা অংকের উৎকোচের বিনিময়ে সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
খালিদ হসান একই গ্রামের মোশারফ বেপারীর ছেলে। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একাধিক শিক্ষক, কমিটির সদস্য ও এলাকার অনেকেই বিষয়টি স্বীকার করেছে। এই বিষয়ে সভাপতি হারুনের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি কথা বলতে চাননি। হারুনের লোকজন এলাকায় বলে বেড়াচ্ছে প্রশাসনের সকল লোকজন ম্যানেজ করা আছে, ক্ষমতাও আমাদের হাতে তাই নিয়োগ ঠেকানোর কোন উপায় নেই। স্বজন প্রীতি ও উৎকোচের মাধ্যমে এবং পরীক্ষার পূর্বেই চুড়ান্ত করা নিয়োগ যাতে না হয় এই বিষয়ে এলাকাবাসী স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply