যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের এক পান বিক্রেতা ইউনুস আলী গাজী নিজের জমানো টাকা ও স্ত্রীর গহনা বিক্রি করে মোট আট লাখ টাকা মসজিদের নির্মাণকাজে দান করেছেন । তার এই দানের টাকায় মসজিদের ছাদ ঢালাই দেওয়া হয়েছে। বাবার আত্মার মাগফিরাত কামনা করে তিনি এই অর্থ মসজিদে দান করেন। ইউনুস আলী শংকরপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে।
মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়- ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের দক্ষিণপাড়া রাস্তার পাশে একটি মসজিদ নির্মাণ করার কাজ শুরু হয় কিন্তু অর্থের সংকুলান না হওয়ায় মসজিদের ছাদ নির্মাণ করা যাচ্ছিল না। এ খবর জানতে পেরে ইউনুস আলী নিজের জমানো টাকা ও স্ত্রীর গহনা বিক্রি করে মোট আট লাখ টাকা মসজিদ কমিটির হাতে তুলে দেন এবং তার ওই টাকায় সোমবার (১১ অক্টোবর) মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ করা হয়।
মসজিদ কমিটির সভাপতি মোহাম্মাদ আলী বলেন- মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য যে খরচ হয়েছে তা ইউনুস আলী গাজী ও তার পরিবার বহন করেছে। সে একজন সামান্য পান বিক্রেতা, তিনি তার বাবার রুহের মাগফিরাতের জন্য এই দান করেছেন। আল্লাহ তার এই দানকে কবুল করুন।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন- একজন সাধারণ পান বিক্রেতা হয়েও ইউনুস আলী মসজিদের নির্মাণ কাজের জন্য আট লাখ টাকা দান করেছেন। এ ঘটনা এলাকায় বিস্ময়ের সৃষ্টি করেছে। ঢালাই কাজে মোনাজাতের সময় তিনি কেঁদে ফেলেছেন। আমরা তার বাবার রুহের মাগফিরাত কামনা করি।
Leave a Reply