বন্দর প্রতিনিধি (বর্তমান খবর): এক কালের নারায়নগঞ্জ জেলার চিহ্নিত ডাকাত সরদার ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত দেলু এর ক্যাশিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল হোসেন টনি ওরফে ন্যাংড়া সোহেল পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে।
সূত্র মতে,কুমুদিনী বাগানের মৃত্যু ইসমাইল হোসেন ছেলে টনি ওরফে ন্যাংড়া সোহেল বর্তমান বন্দর থানাধীন কুশিয়ারা এলাকায় নিজ বাড়ী করে বসত করছে। টনি বন্দর থানায় নিজের একটি সেন্ডিকেট করে ব্যাপকভাবে এলাকায় মাদক সরবরাহ সহ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
কালো টাকার বিশাল মালিক বনে গেছেন। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। সোহেল হোসেন ওরফে টনি সোহেল চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী,মাদক সম্রাট মাস্টার দেলুর সহচর।
সেশন ৪৪৯/১৩-১৯(১) এর ৯(খ) ১৯৯০ সনের মাদকদ্রব্য নিঃ আইনে ৭৫ ইয়াবা সহ গ্রেফতার হয় করা হয় এবং আদালতে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ মামলায় টনি ওরফে ন্যাংড়া সোহেলকে গ্রেফতার করার আগেই আদালতের মাধ্যমে অগ্রিম জামিন নিয়ে থাকে তাই পুলিশের ধরা ছোয়ার বাহিরে থাকে টনি। কিন্তু এলাকাবাসীর অভিযোগ টনি এলাকায় উঠতি বয়সের ছেলেদের দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এর ফলে যুব সমাজ ধ্বংস হয়ে পড়ছে। তাই এলাকা বাসী জেলা প্রসাশকের হস্তক্ষেপ কামনা করছে
Leave a Reply