মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ (২ জানুয়ারি ২০২১ইং,) শনিবার ঢাকা জেলা দক্ষিণ’, দোহার উপজেলা ও নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়ােজনে ফ্রি মেডিকেল সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়। এই আয়োজনের উদ্ভোধন করেন মাননীয় প্রধামন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়ােগ উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমান।
উদ্ভোধনি বক্তব্যে সালমান এফ রহমান বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের জন্য কাজ করে, এটা জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রােল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করােনা মহামারির চ্যালেঞ্জ মােকাবেলায়ও বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যা সম্ভব হয়েছে সরকার ও আওয়ামী লীগ এবং সহযােগী সংগঠনগুলাের আন্তরিক সহযােগিতার কারণে। দেশব্যাপী স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমে ‘ফজলুর রহমান ফাউন্ডেশন’র পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন- ধন্য পিতার ধন্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা। যিনি কর্মগুণে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ দৈব দূর্বিপাকে সব সময় বিপন্ন মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, অসহায় বিপন্ন মানুষের পাশে সেবার ব্রত নিয়ে
কাজ করার জন্য দেশরত্ন শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগ গঠন করেছেন। করােনা মহামারি শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী যে যার অবস্থান থেকে ভয়কে জয় করে নিরবচ্ছিন্নভাবে মানুষকে সেবা প্রদান করে আসছে। তিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে সেবার ব্রত নিয়ে শীর্তাত মানুষের পাশে থাকার আহবান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হােসেন সাজু।
সভায় আরও উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ কেন্দ্রীয়, ঢাকা জেলা দক্ষিণ, দোহার উপজেলা ও
নয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Leave a Reply