- প্রচ্ছদ
- সিদ্ধিরগঞ্জ
- মুসলিমনগরের ইজিবাইক চোর চক্রের মুলহোতা আরিফ পাকড়াও
- প্রকাশিতঃ জুলাই, ২৯, ২০২০, ৩:২১ অপরাহ্ণ
-
১৭৮ বার দেখা হয়েছে
ফতুল্লা প্রতিনিধি: নারায়নগঞ্জ ফতুল্লার মুসলিমনগরের ইজিবাইক চোর চক্রের হোতা আরিফকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (২ জুলাই) আরিফসহ ৬ জনকে ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।
আরিফ হোসেন ফতুল্লার মুসলিমনগর এলাকার নয়াবাজারের বাসিন্দা আলী হোসেনের ছেলে।গত
সোমবার গভীর রাতে ফতুল্লার মুসলিমনগর থেকে অবৈধ ইজিবাইক চোর চক্রের হোতা আরিফসহ ৬ জনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলো- আরিফের ভগ্নিপতি বাবু (৪৩), শাজাহান (৪৬), রিপন (৩৫), কামাল হোসেন (২৫) ও সবুজ (২৭)।
বর্তমান খবর প্রতিনিধিকে এলাকার স্থানীয়রা জানায়, আরিফ মুসলিমনগর এলাকায় অবৈধভাবে ইন্টারনেট ব্যবসার আড়ালে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসাও করে আসছে দির্ঘ দিন থেকে। অল্প কিছুদিনের ব্যবধানে আরিফ ও তার সাঙ্গপাঙ্গরা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই সুজন জানান, গ্রেফতার কৃত আরিফ ও অন্যরা পেশাদার অবৈধ ইজিবাইক চোর চক্র। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকা থেকে অবৈধ ইজিবাইক চুরি করে আসছে। ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অবৈধ ইজিবাইক চোর চক্রটি বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব।
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এ বিভাগের আরও খবর...।
Leave a Reply