রিয়াজুল হক সাগর
রংপুর প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরের গঙ্গাচড়া এলাকায় ২৩ কেজি গাজাসহ একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লক্ষীটার ইউনিয়নের এসকেএস বাজার এলাকায় সকাল ৮.৪৫ এ।
সংবাদ প্রতিনিধিকে বাজারে থাকা লোকজন জানায়- আজ সকালে কাকিনা বাজারের দিক থেকে একটি প্রাইভেট কার রংপুর শহরের উদ্দেশ্যে আসছিল। বাজারের কাছাকাছি এসে প্রাইভেট কারটির স্টার্ট বন্ধ হয়ে। বাজারের লোকজন প্রাইভেট কারটিতে কি হয়েছে খবর নিতে গেলে প্রাইভেট কারের ড্রাইভার কার ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটিকে তল্লাসি করলে কারের ভিতরে থাকা ২৩ কেজি গাজার সন্ধান পায় এবং কারটিকে পুলিশ হেফাজতে নেয়।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুসান্ত কুমার সরকার জানান, যেহেতু কারের মালিক এখনও পাওয়া যায়নি খোজ অব্যহত রয়েছে এবং এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়ে হয়েছে।
Leave a Reply