কাউসার আহম্মেদ শাওনঃ
আল্লাহ তায়লার দেয়া বড় নেয়ামতগুলির মধ্যে একটি রমজান মাস। এই মাস মানব জাতীর জন্য রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই নেয়ামতের মাসে বাংলাদেশসহ পৃথিবী আজ করোনা ভাইরাসের ভয়াল থাবায় জর্জরিত। চারদিকে ভয়ংকর মৃত্যুর হাতছানি। করোনা ভাইরাসের এই ভয়ার থাবা হতে সকল মানবকূলের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা কাজী আমির।
নাসিক-১০ নং ওয়ার্ড আরামবাগের সমাজ সেবক, সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা কাজী আমির বলেন- দেখতে দেখতে রমজান মাসের প্রায় অর্ধেক শেষ হলো। দিন পরিক্রমায় চলে যাচ্ছে রহমতের মাস। আমাদের দেশসহ পৃথিবীর মানুষ আজ করোনা ভাইরাসের ভয়ানক থাবায় বিপর্যস্থ। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে করোনা মৃতকে দাফন- কাফনে ও হচ্ছে সমস্যা, এরচেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? বড় কঠিন এর মানুষিক যন্ত্রনা। হে আল্লাহ পাক-পরোয়ারদিগার আপনি এই নেয়ামতের মাসে পৃথিবী থেকে এই ভাইরাসকে তুলে নিয়ে আমাদের সকলকে মাগফেরাত দান করুন।
কাজী আমির আরোও বলেন- করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে আরোও সচেতন হতে হবে। সরকার লকডাউন দিচ্ছে কিন্তু আমরা যদি সচেতন না হই তবে এই লকডাউন করোনা ভাইরাসের বিরুদ্ধে কোনোরূপ প্রভাব ফেলতে পারবে না, তাই আসুন আমরা সবাই নিয়মিত সাবান দিয়ে হাত ধুই, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করি, প্রয়োজন ছাড়া অযথা বাহিরে বের হওয়া থেকে বিরত থাকি এবং মাস্ক ব্যবহার করি। তবেই করোনা জয়ে আল্লাহ আমাদের সহায় হবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Leave a Reply