- প্রচ্ছদ
- ফতুল্লা
- রামার বাগে গিয়াসউদ্দিন আজমতের দৌড়াত্ব।
রামার বাগে গিয়াসউদ্দিন আজমের দৌড়াত্ব। ছবি সংগ্রহকৃত, বম দিক থেকে কাইল্যা গেসু, ফেন্সী আজমত ও ইবু
- প্রকাশিতঃ মার্চ, ৯, ২০২০, ৪:৫৬ অপরাহ্ণ
-
৪৫৬ বার দেখা হয়েছে
বর্তমান খবর স্টাফ রিপোর্ট : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামার বাগ কাঠের পুল এলাকায় কাইল্লা গেসু (গিয়াসউদ্দি) ফেন্সি আজমত বাহিনীর দৌড়াত্বে এলাকার স্থানিয় জনগণ ও বহিরাগত, এলাকার বসবাসরত শ্রমিক কর্মচারীগন আতংকে দিন কাটাচ্ছেন।
খুন,জমি দখল, জুট সন্ত্রাস মাদক সহ এলাকার আধিপত্য বিস্তার করে পুরা এলাকায় এই বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। যুবলীগের নামধারী নেতা গিয়াসউদ্দিন। আওয়ামীলীগের প্রভাবশালী সিনিয়র নেতাদের নাম ভাংগিয়ে আজমত, গিয়াসউদ্দিন বাহিনী এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে।
কিছু দিন পূর্বে এই বাহিনীর সাথে রক্তক্ষয়ি সংঘর্স হয়েছে রামারবাগ কাঠেরপুল এলাকার। অনেক জমি অবৈধ ভাবে দখল করেও আছে তারা। এই বাহিনীর এক সদস্য ইবু অশ্র মামলার আসামি মামলা নং ১৩৫/০৮ মামলা চলমান।
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এ বিভাগের আরও খবর...।
Leave a Reply