সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: এক মাস সিয়াম সাধনার পর ধরতিতে এসেছে ঈদুল ফিতর খুশির বারর্তা নিয়ে কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই খুশি অনেকটা ভাটা পরে গেছে।
করোনার কারনে মানষের জীবনে নেমে এসেছে অর্থনৈতিক ধস। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও পরিপূর্ণ জীবন ধারণে ও ঈদের আনন্দ আনন্দ নেই।এই অবস্থায় ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করার এক ক্ষুদ্র প্রায়শ নিয়েছে রুবেল মাতবর।
নারায়ণগঞ্জ-৪ এর সাংসদ শামিম ওসমান এর নির্দেশ ক্রমে যুবলীগ নেতা ও বর্তমান খবরের উপদেষ্টা রুবেল মাতবরের নিজ অর্থায়নে বর্তমান খবরের অন লাইন পত্রিকার উদ্যোগে নাসিক দশ নং ওয়ার্ডে তিন শত হিন্দু ও মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, পোলাও চাল ও দুধ বিতরণ করে। রুবেল মাতবর বলেন সবাই কে ঈদ মোবারক আপনি নিজের জীবনের প্রতি সচেতন হন এই করোনাকে আমারা জয় করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবাই কে ঈদের শুভেচ্ছা
Leave a Reply