খোরশেদ আলম
রূপগঞ্জ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ২৮ এপ্রিল রাতে রূপগঞ্জ থানাধীন গোলকান্দাইল দক্ষিণ পাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) এক বিশেষ অভিযানে সাড়ে ২৬ কেজি গাঁজা সহ রুবেল ওরফে আরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রুবেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী । রুবেল ওরফে আরিফ (২৭) রূপগঞ্জ চনপাড়া এলাকার মৃত আজাহার মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে এবং ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছেন বলে জানান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে, মামলা নং- ৮৩, তারিখ- ২৯/৪/২০২২ ইং। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা যায়।
Leave a Reply