ডেস্ক রিপোর্টঃ
রূপগঞ্জে রাজমিস্ত্রী সুমন হত্যা মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আদমজীনগর কার্যালয় থেকে সোমবার (২ অক্টোবর) র্যাব-১১ মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু’র স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । গ্রেপ্তারকৃতরা হলেন-কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯) ও একই এলাকার রঙ্গু বেপারীর ছেলে মো. আরমান (৩৫)। র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সুমন হত্যাকাণ্ডের সাথে জড়িত।
র্যাবের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর মধ্যরাতে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় কালু মিয়ার ছেলে রাজমিস্ত্রী সুমনের লাশ দেখতে পায় এলাকাবাসী। সন্ত্রাসীরা সুমনের গলার নীচে, সামনে, গলার বাম পাশে, বুকের বাম পাশে, বাম হাতের জয়েন্টের উপর, বাম হাতের বাহুতে, কাধের ডান পাশে পিছনে, পিঠের ডান পাশে কোপাইয়া গুরুতর আহত করে। নিহত সুমন বাঁচার জন্য কোপ খেয়ে আহত অবস্থায় দৌড়ে এসে পলাশের কয়েল ফ্যাক্টরীর সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তিতে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় নিহতের মা মোছা. নার্গিস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৫০।
র্যাব-১১ এর একটি চৌকশ গোয়েন্দা টীম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পলাতক আসামী মো. আরমান ও সেতুলকে সনাক্ত করতে সক্ষম হয় এবং গ্রেপ্তার করে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর একই ঘটনায় হাসান, সোহাগ এবং রফিকে গ্রেপ্তার করা হয়েছিল।
Leave a Reply