ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে রবিবার (১০ এপ্রিল) ভোরে থানা এলাকায় মাদক বিরোধী ৩টি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে র্যাব-১১’র নারীসহ একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ হাসান মিয়া, মোঃ জহির ইসলাম, মোছাঃ জরিনা, মোছাঃ শরিফা, মোঃ সোহাগ রানা, মোঃ ছাব্বির হোসেন এবং মোঃ ফারুক হোসেন। ওই সময় তাদের নিকট হতে ৩০ কেজি গাঁজা, ১১০ বোতল ফেনসিডিল, একটি মাইক্রোবাস, বিভিন্ন মডেলের ৭টি মোবাইল ফোন ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯ হাজার ৩১৫ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply