ডেস্ক রিপোর্টঃ
বৃহস্পতিবার(১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন লক্ষণখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী মানিক (৩৮) কে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে জানান কাজী শাহাবুদ্দিন আহম্মেদ অতিরিক্ত পুলিশ সুপার ,সিনিঃ সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার র্যাব-১১, সিপিসি-১,
সংবাদ সন্মেলনে তিনি আরো বলেন- গ্রেফতারকৃত আসামী মানিক ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম রকি (২৫)’কে হত্যা করে। হত্যার পর আসামীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায় এবং পলাতক থাকে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী মানিক (৩৮), পিতা-মৃত মোহাম্মদ আলী বেপারী, মাতা- আকলিমা বেগম, সাং- পশ্চিম দেওভোগ নূর মসজিদ, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামী মানিক (৩৮)’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।
–
Leave a Reply