স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে ফতুল্লায় লকডাউন উপেক্ষা করে ত্রাণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে অসহায় দরিদ্র শতাধিক মানুষ।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় ফতুল্লা স্টেডিয়ামের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক অবরোধ করে ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের ত্রাণ বঞ্চিত শতাধিক মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে পড়লে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ত্রাণের আশ্বাসে সকল বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে নেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন এ ইউনিয়নের হাজার হাজার মানুষ। কর্মহীন হওয়ার ফলে আমরা এখন তীব্র খাদ্য সংকটে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো খবর কেউ নেয় নাই। কেউ সাহায্যে হাত বাড়িয়ে দেয়নি। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে কোনোরকম দিন পার করছি। আমরা স্থানীয় জনপ্রতিনিধি,মেম্বার, চেয়ারম্যানদেরকেও জানিয়েছি। কিন্তু তাদের কোনো সাড়া পাই নি। উপায় না পেয়ে আজ আমারা সড়কে এসে অবস্থান নিয়েছি। আমাদের সাহায্যে করুন।
এদিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এই ইউনিয়নের ২৯ টি গ্রামের মোট বাসিন্দা ২ লাখ ৫৯ হাজার ২৬২ জন। করোনা ভাইরাসে অসহায় দুঃস্থ পরিবারের সহযোগীতায় সরকার প্রদত্ত ত্রানের তালিকায় তালিকাভুক্ত হয়েছে ৩০ হাজার পরিবারের। এখন পর্যন্ত ত্রান এসেছে ৫ হাজার ৮০০ জনের। যা চাহিদার তুলনায় অপ্রতুল।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু জানান, আমরা এখন পর্যন্ত প্রায় ৬০০০ হাজার মানুষের মাঝে ত্রান পৌঁছে দিতে পেরেছি। আজকে সন্ধ্যায় আরো দেড় হাজার পরিবারের ত্রান আসবে। যা আগামীকালকের মধ্যে পৌঁছে দেয়া হবে।
তিনি আরো জানান, এ ইউনিয়নে প্রায় ৩০ হাজার মানুষের তালিকা করা হয়েছিলো। কিন্তু করোনা ভাইরাসে প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে কুতুবপুর ইউনিয়নে খাদ্য সংকটে রয়েছে এমন ৭০ থেকে ৮০ হাজার মানুষ। সে অনুযায়ী সরকারী প্রদত্ত ত্রানের পরিমাণ খুবই কম থাকায় আমরা চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছি না। এখন ত্রাণ যদি পর্যাপ্ত না পাই তাহলে আমরা কি করতে পারি? আপনি বলেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ত্রাণের দাবিতে সকালে ফতুল্লা স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভের এমন সংবাদে সেখানে উপস্থিত হই। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদেরকে ত্রাণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করে যার যার বাড়িতে ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply