সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: লক্ষীনারায়ন কটন মিলস উচ্চ বিদালয়ে এস এস সি পরীক্ষায় ভালো ফলাফলে মনির মাতবরের শুভেচ্ছা। নারায়নগজ্ঞ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে লক্ষীনারায়ন কটন মিলস উচ্চ বিদ্যালয় একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।
২০২০ শিক্ষা বষে এস এস সি তে এই স্কুলের ছাত্র ছাত্রীরা ভালো ফলাফল করায় স্কুল অভিভাবক কমিটির ৫ বারের নির্বাচিত সদস্য, নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, রসৃলবাগ মসজিদ ও মাদাসা কমিটির সভাপতি মনির হোসেন মাতবর স্কৃল শিক্ষক ও ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বর্তমান খবর প্রতিনিধিকে মনির হোসেন মাতবর বলেন এই স্কুলের অবস্থা সব সময়ই ভাল ছিল তারপরও আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সাংসদ শামীম ওসমান সাহেবের সহর্ধমিনী আমাদের স্কুলের সভাপতি লিপি ওসমানের সহযোগিতায় এই স্কুলটিকে আগের চাইতে ভাল অবস্থায় নিয়ে আসি।
সামনে আমরা স্কুলটিকে একটি কলেজে রুপান্তরিত করতে কাজ করে যাচ্ছি এই সব কিছুর কোন মুল্য থাকবে না যদি ফলাফল ভালো না হয়। আমাদের ছাত্র ছাত্রী যারা এবারের এস এস সি পরীক্ষা দিয়েছে তারা বরাবরের মতো ভালো ফলাফল করায় আমাদের, শিক্ষকদের প্রচেষ্ঠা সার্ধক হয়েছে। সবাই কে আমার শুভেচ্ছা রইল।
অল্প কিছু ছাত্র ছাত্রী যারা ভালো করতে পারেনি তাদের বলব তোমরা আবার চেষ্টা কর আল্লাহ তোমাদের সহায় হবেন। আমাদের এই স্কুলের ছাত্র ছাত্রী যারা আগামীতে পরীক্ষা দিবে যে কোন সময় যে কোন সমস্যায় আমি তোমাদের পাশে আছি। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবাই ভালো থাকবে এই করোনা পরিস্থিতিতে নিরাপদ থাকবে, স্বাস্থ্য বিধি মেনে চলবে। আল্লাহ সকলের মঙ্গল করুন।আমিন
Leave a Reply