নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে লায়ন অফ ঢাকা-নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স ক্লাব এর পক্ষ থেকে রোজ শুক্রবার(২৪শে জুলাই) চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় এর সামনে জনগণের জন্য ফ্রি মেডিকেল চেক-আপ ও চিত্তরঞ্জন পুকুর পাড়ে বৃক্ষ রোপন কর্মসূচি পরিচালনা করেন।
লায়ন মো:আশরাফউজ্জামান এর সার্বিক ব্যাবস্থাপনায় ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ সেক্রেটারি,নাসিক ১০ নং ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি কামরুল হুদা বাবু এর তত্ত্বাবধানে এই কার্যক্রমের উদ্বোধন করেন নীট কনর্সান গ্রুপের এমডি জয়নাল আবেদিন মোল্লার সহধর্মীনি লায়ন সামসুন্নাহার।
নাসিক ১০ নং ওয়ার্ডের চিত্তরঞ্জন পুকুরটি মিল কতৃপক্ষ থেকে সিটি কর্পোরেশনের আওতায় নেয়ার পর থেকেই পুকুরটির সৌন্দর্যবৃদ্ধির কাজ চলছে।নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকনের ঐকান্তিক প্রচেষ্ঠায় সৌন্দর্যবৃদ্ধির এই কার্যক্রম বেগবান হচ্ছে। এই কার্যক্রমে প্রায় ২০০টি ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষ রোপনসহ এলাকার জনগণের স্বাস্থ্য্ পরীক্ষা করা হয়।
Leave a Reply