সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ করোনাভাইরাসের ভয়াল থাবায় জর্জরিত। এমতাবস্থায় মানুষের মাঝে খাদ্য সহ অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশক্রমে সুচারুভাবে পালন করছেন স্থানীয় জনপ্রতিনিধিগন। নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন বর্তমান এই করোনা পরিস্থিতি মোকাবেলায় এলাকার জনগণের প্রয়োজনে সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জের সাংসদদের ও বিভিন্ন ধনী শ্রেণির লোকজনের কাছে সহায়তার জন্য বলেন। বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত সহায়তা ও ব্যাক্তিগত তহবিল থেকে আনা ও বি জি এফ কার্ড কিউ আর কার্ড সহ এই পর্যন্ত প্রায় সাত হাজার পরিবারকে ত্রাণ সহায়তা বিতরণ করেন।
আজ ৯জুন লিপি ওসমানের সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৫০ পরিবারকে কাউন্সিলর ইফতেখার আলম খোকন ত্রাণ বিতরণ করলেন।
বর্তমান খবর প্রতিনিধিকে কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন আমাকে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছে এলাকার জনগণ। আমি তাদের সেবক। বর্তমান এই দূর্যোগ সময়ে আমার জনগনের প্রয়োজনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সাংসদ শামিম ওসমান সাহেবকে সহায়তার কথা বলার পর সাংসদ পত্নী লিপি ওসমানের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৪৬ ব্যাটালিয়নের একদল চৌকস সদস্যগণ মেজর ফরহাদ ও নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের তত্ত্বাবধানে ১৫০ প্যাকেট ত্রাণ নাসিক ১০ নং ওয়ার্ডের চিত্তরঞ্জন এলাকায় বিতরণ করে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আল্লাহ্ কাছে প্রাথনা এই বিপদ থেকে মুক্ত করেন। সবাই নিয়মিত সাবান দিয়ে হাত পরিস্কার করবেন। সুস্থ থাকবেন সামাজিক দুরত্ব বজায় রাখবেন।
Leave a Reply