বগুড়ার প্রতিনিদি(বর্তমান খবর): বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামবল্লভপুর খাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদবেদিতে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহেল রানা জুতা পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর ফুল দেওয়ার এই ছবি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোহেল রানা উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মথুরাপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামবল্লভপুর খাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সোহেল রানা শ্রদ্ধা জানাতে যান। এ সময় তিনি জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে পুষ্পমাল্য অর্পণ করেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে মুক্তিযোদ্ধা ও এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে সোহেল রানা বলেন, তিনি ওই সময় বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। প্রধান শিক্ষকের ডাকে তাড়াহুড়া করে শহীদবেদিতে উঠেছিলেন। জুতা খোলার বিষয়টি তাঁর খেয়াল ছিল না।
রামবল্লভপুর খাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী বলেন, ‘জুতা পায়ে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় লক্ষ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি জেনেছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ বলেন, ‘শহীদবেদিতে জুতা পায়ে ফুল দিয়ে সোহেল রানা চরম অন্যায় করেছেন। ঘটনাটি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
Leave a Reply