ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নূর হোসেন ারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদের সঞ্চালনায় গত ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় শহীদ বুদ্ধিজীবী ও আল্লামা নূর হোসেন কাসেমী (রাঃ)’র মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল ও পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর ১৯৭১ রাতে পাকিস্তানি বাহিনী দেশের বুদ্ধিজীবী শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে।অন্যদিকে দেশের প্রখ্যাত আলেমেদ্বীন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব ছিলেন প্রবীণ আলেমদের মধ্য একজন। তার মৃত্যুতে বিজ্ঞ একজন আলেমকে হারালাম আমরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর’র সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক, সমাজ-কল্যাণ সম্পাদক আবুল হাশেম সহ নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে শহীদ বু্দ্ধিজীবী ও কাসেমী সাহেবের জন্য বিশেষভাবে দোয়া ও মুনাজাত করা হয়।
Leave a Reply