নারায়ণগঞ্জের প্রাণপুরুষ, জেলার আওয়ামী রাজনীতির কান্ডারী, নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সাংসদ এ কে এম শামীম ওসমানের জন্মদিন(২৮ ফেব্রুয়ারি)। ১৯৬১ সালের এই দিনে এই মহান নেতার জন্ম হয়। মাননীয় সাংসদ শামীম ওসমানের জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের সকল জনগণের কাছে এই নেতার সুস্থ্যতা ও দির্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন নাসিক-১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা ও “বর্তমান খবর” পরিবারের সন্মানীত সদস্য রুবেল হোসেন মাতবর।
যুবলীগ নেতা রুবেল মাতবর বলেন- আমাদের মাননীয় সাংসদ, নারায়ণগঞ্জের উন্নয়নের রুপকার এ কে এম শামীম ওসমান একজন কর্মীবান্ধব এবং জনদরদী নেতা। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের উন্নয়নের জন্য তিনি সব সময় কাজ করেন। তিনি একজন কর্মীবান্ধব নেতা হওয়ায় তাকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমার, আমি দেখেছি ওনি মানুষের জন্য, দেশের জন্য করোনাকালীন সময়ে যেভাবে কাজ করেছেন, তার নেতাকর্মীদের দিয়ে যেভাবে কাজ করিয়েছেন তা কেবলমাত্র একজন নির্ভয় জনদরদী নেতার পক্ষেই সম্ভব। আজ ২৮ ফেব্রুয়ারি
এই মহান নেতার জন্মদিন। এই শুভদিনে তার দির্ঘায়ূ ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জসহ সকল দেশবাসীর কাছে দোয়া প্রর্থণা করি। মহান আল্লাহ তায়লা যেন আমাদের প্রিয়নেতাকে সুস্থ্যতার সহিত দির্ঘজীবি করেন, যেন আমরা নারায়ণগঞ্জবাসী দির্ঘদিন তার সহর্চয্য পাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Leave a Reply