সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি(বর্তমান খবর): বর্তমান বিশ্বে করোনাভাইরাস একটি মহামারীর নাম। বিশ্ব বিজ্ঞান সংস্থা এখন পর্যন্ত এই ভাইরাসের নির্মূলের কোন কার্যকরী প্রতিষেধক তৈরি করতে পারেনি তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস বিস্তার রোধে প্রতিষেধক থেকে প্রতিরোধ ব্যবস্থার জোর দিয়েছে বিশ্বব্যাপী।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। নারায়ণগঞ্জ৪ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান শহরের প্রতিটি রাস্তায় ব্লিচিং মিশ্রিত পানি ছিটানোর আদেশ দেন। আজ ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে করোনা নামক মহামারী বিরুদ্ধে আরেকটি যুদ্ধ জয়ের প্রত্যয় নিয়ে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পেনেল মেয়র মতিউর রহমান মতি সম্মিলিতভাবে মাননীয় সাংসদ শামীম ওসমানের নির্দেশ কর্মে চিটাগাং রোড থেকে শুরু করে আদমজী ঢাকেশ্বরী চৌধুরীবাড়ী আইটি স্কুল ও চাষাড়া হয়ে পুনরায় আদমজী ইপিজিড গেট পর্যন্ত রাস্তায় জীবাণুনাশক স্প্রে করেন।
বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণ ব্লিচিং পাউডার নির্দিষ্ট পরিমাণ পানির সাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করে, রাস্তা-ঘাট বাড়ির ঘরের আঙ্গিনায় ছড়ানোর পরামর্শ দিয়েছেন। সেই মতে মেহেদী এন্টারপ্রাইজ বুশরা ট্রেডার্স এর সার্বিক তত্ত্বাবধানে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন নাসিক ৮ নং কাউন্সিলর রুহুল আমিন মোল্লা নাসিক ৬ নং কাউন্সিলর ও পেনেল মেয়র মতিউর রহমান মতির ও তত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
এই কার্যক্রম নাসিক ৬, ৮ ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলরগণ নিজেরা উপস্থিত থেকে সমস্ত কার্যক্রমটি পরিচালনা করেন।
নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন বর্তমান খবরের প্রতিনিধিকে বলেন, মানুষ আজ এক মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন করোনা নামক ভাইরাসে এই বিপর্যয়কে ঠেকাতে মানুষ হিসাবে আমরা একে অপরের পাশে দাঁড়াবো। স্বাধীনতা যুদ্ধে আমরা যেভাবে জয়লাভ করেছি আজ আমরা সকলে মিলে এই করোনা ভাইরাসের বিরুদ্ধেও জয় লাভ করবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, আমার নির্বাচিত শুধু নাসিক ১০ নং ওয়ার্ড নয় সারা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে প্রয়োজনে আমি কাজ করবো আজকের এই পরিস্থিতিতে মানুষ হিসাবে দল মত নির্বিশেষে সবাইকে পাশে থাকার আহবান করেন। এ দেশ আমাদের, আমরা সবাই মিলে এ পরিস্থিতি মোকাবিলা করব এবং আমরা জয় লাভ করবো ইনশাআল্লাহ।
Leave a Reply