ফতুল্লা প্রতিনিদি:-
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ একেএম শামীম ওসমানের প্রশংসা করেছেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। তিনি বলেছেন, শামীম ওসমানের মন অনেক বড়। আর শামীম ওসমানের এলাকা ফতুল্লার মানুষের মনও বড়। আমি ঢাকা চেনার আগে থেকেই ফতুল্লার নাম জানতাম। কারণ শামীম ওসমান। তার শরীরে একেএম শামসুজ্জোহার রক্ত বইছে। শামসুজ্জোহা ছিলেন বলেই বঙ্গবন্ধু বারবার নারায়ণগঞ্জে এসেছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ডিসি আরও বলেন, আমি এই প্রতিষ্ঠানের চাওয়া পাওয়ার সাথে একমত। ফতুল্লায় একটি কলেজ হওয়া দরকার। এখানকার অনেক শিক্ষার্থী সরকারি তোলারাম কলেজ এবং মহিলা কলেজে গিয়ে কষ্ট করে লেখাপড়া করে। তাদের নিয়ে তাদের অভিভাবকেরা চিন্তিত থাকেন। আগামী ২ মাসের মধ্যে ফতুল্লায় কলেজ করার প্রক্রিয়া করবো। আমি থাকাকালীন সময়েই এই কাজটি করবো। একটি টিআর, কাবিখা প্রকল্পের অর্থ দিয়েই কলেজ করা সম্ভব। স্কুল গেটের বিষয়ে চেম্বার সভাপতি সদয় জ্ঞাপন করেছেন। মাননীয় এমপি শামীম ওসমানকে দিয়েই গেটের উদ্বোধন হবে।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মোঃ. আমিনুর রহমান।
Leave a Reply