জিহাদ হোসেনঃ
আলহাজ্ব এ,কে,এম শামীম ওসমান এম,পি মহোদয় বরাবর সাহায্য চেয়ে আবেদন করা হয়, সেই প্রেক্ষিতে জনাব এ,কে,এম অয়ন ওসমান রোগীর ভাই এর হাতে চিকিৎসা খরচ বাবদ নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অনুদান তুলে দেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদ এলাকার দূরারেগ্য ক্যান্সার এ আক্রান্ত এক মেয়ে মাননীয় এমপি বরাবর সাহায্যের জন্য এই আবেদন করেছিলেন।
অয়ন ওসমান বলেন আমার পরিবার সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, আমিও অসহায় মানুষের পাশে সব সময় থাকি, এটা আমার বাবা,মার শিক্ষা। এক বোন দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হয়ে ভুগছিলেন সেই পেক্ষিতে আমার বাবার বরাবর সাহায্য চেয়ে একটি আবেদন করেন তিনি, তাই আমার বাবার পক্ষ থকে দুই লক্ষ টাকার অনুদান রোগির ভাই এর হাতে তুলে দিলাম আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন যেনো আমার পরিবার সব সময় অসহায় মানুষদের পাশে থাকতে পারে।
Leave a Reply