জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলার বকশীগঞ্জ শাহীন ক্যাডেট স্কুলের ২য় সামষ্টিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ও পরিক্ষায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) দুপুরে শাহীন ক্যাডেট স্কুলের ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহীন ক্যাডেট স্কুলের বকশীগঞ্জ শাখার পরিচালক আনোয়ার হোসেন ও পরিচালক মতিয়ার রহমান। পুরস্কার বিতরণের এই অনুষ্ঠানে শাহীন ক্যাডেট স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply