স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় কামাল হোসেন (২৩) নামে ফুফাতো ভাইকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এরআগে সকালে শিশুটির মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।
গ্রেফতারকৃত কামাল হোসেন জালকুড়ি হোসেন মার্কেট এলাকার আবুল কাশেমের ছেলে। সে নির্যাতিত ওই শিশুটির ফুফাতো ভাই।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ মার্চ) জালকুড়ি এলাকাস্থ শিশুটির ফুফুর বাসায় তার ফুফাতো ভাই তাকে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির বাবা-মা মিজমিজি এলাকায় বসবাস করে। বিষয়টি তার বাবা-মাকে জানালে শুক্রবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। দুপুরেই লম্পটকে জালকুড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
Leave a Reply