সোলেমান আহমেদ মানিক
মৌলভীবাজার প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের মন্দিরগাঁও গ্রামে ভেজাল পণ্য উৎপাদনের কারখানায় অভিযান চালায় ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রান্নার কাজে ব্যাবহারের ভেজাল মসল্লা ও বিভিন্ন ভেজাল পণ্য উৎপাদনের কারখানায় বুধবার (১২ মে) গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি’র এডি নাসির উদ্দিন চৌধুরী ও শ্রীমঙ্গল উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) নেছার আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৫ বিজিবি’র সদস্য’রা।
এই অভিযান পরিচালনার সময় ধনিয়া গুড়া ২৯৩ কেজি, হলুদের গুড়া ৮ বস্তা, ৬৬ কেজি মরিচের গুড়া, ৪৯ কেজি কাঠের গুড়া, বিভিন্ন প্রকার ক্যামিক্যাল রং ৯ কেজি এবং ১টি মটর সহ বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক মলয় (৪০) কে আটক করে বিজিবি।
এ বিষয়ে ৫৫ বিজিবি’র এডি নাসির উদ্দিন চৌধুরী বলেন- এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমরা জেনেছি আটককৃত ব্যাক্তি মলয় ছাড়াও ভেজাল পণ্য উৎপাদনের এই কারখানার সাথে সংশ্লিষ্ট আরো কয়েকজন জড়িত রয়েছেন। তাদেরকে ৫৫ বিজিবি এবং পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
Leave a Reply