- প্রচ্ছদ
- দেশজুড়ে, সিদ্ধিরগঞ্জ
- সকলকে শারদীয় শুভেচ্ছা – নাসিক কাউন্সিলর খোকন।
- প্রকাশিতঃ অক্টোবর, ২৪, ২০২০, ১০:৪৬ অপরাহ্ণ
-
১৫৭ বার দেখা হয়েছে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। পূজা উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক হাজী ইফতেখার আলম খোকন সকলস্তরের হিন্দু ধর্মাবলম্বীদেরসহ সকলকে শারদীয় শুভেচ্ছা ও শুভকামনা জানান।
বর্তমান খবর প্রতিনিধিকে একান্ত আলাপচারিতায় নাসিক কাউন্সিলর খোকন বলেন- বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে মুসলমান, হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টানসহ প্রায় সকল ধর্মের লোক অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে মিলেমিশে একত্রে বসবাস করে। এখানে এক ধর্মের লোক অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল এবং আনন্দমূখর ভাবে একে অন্যের উৎসবে আনন্দ করে থাকে।
আমার এই ওয়ার্ডে ৬টি পূজামণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রতিটি পূজা মন্ডপের খোঁজ খবর প্রতিনিয়ত রাখছি। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ তারা চরম নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মন্ডপগুলোতে তাদের দায়িত্ব পালন করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে পরিচিত। আমাদের মাননীয় নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামিম ওসমান সকলকে সৌহার্দ্যপূর্ণক ও শান্তিপূর্ণ ভাবে পূজা উৎযাপনের আহবান জানান। আমাদের সকলকে মনে রাখতে হবে করোনা মহামারির কথা। তাই আপনারা সবাই পূজার আনন্দ উপভোগ করবেন যথাযথ নিরাপদ দুরত্ব বজায় রেখে। সবাই মাস্ক পরবেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা।
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এ বিভাগের আরও খবর...।
Leave a Reply