ডেস্ক রিপোর্টঃ
ঈদ আনন্দ, ঈদ উৎসব, ঈদ খুশি, গরিব–দুঃখীর মাঝে একটুখানি হাসি, আল্লাহর দেয়া বড় নেয়ামতগুলির মধ্যে ঈদ অন্যতম। ঈদুল আযহা আমাদের মাঝে নিয়ে আসে ত্যাগের মহিমা। প্রতি বছরের ন্যায় ঈদের দিনে ঈদগাহে নামাজ আদায়ের পর আমরা সব হিংসা–বিদ্বেষ ভুলে গিয়ে এই মহিমাময় দিনে সম্পৃতির বন্ধনে আবদ্ধ হই, বলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সহ–প্রচার সম্পাদক ও নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন।
নাসিক–১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন বলেন– এই ঈদ আমাদের শিক্ষা দেয় ত্যাগ, সহমর্মিতা ও একে অপরের প্রতি ভালোবাসা। সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলেমিশে ঈদ উদযাপন করবো। যারা কোরবানী দিবেন আপনারা অবশ্যই কোরবানীর বর্জ্য সঠিক ভাবে পরিস্কার করবেন। রক্ত বেশি করে পানি দিয়ে পরিস্কার করবেন এবং কোরবানীর স্থানে ব্লিচিং পাউডার দিবেন।
নাসিক–১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন আরো বলেন– এবার পবিত্র ঈদুল আযহা একটু ভিন্ন প্রকৃতির হয়ে এসেছে, করোনা ভাইরাসের কারনে দেশে এক অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান, এমন সময় পবিত্র ঈদুল আযহা সমাগত যা আমাদের প্রধান ধর্মীয় উৎসব।
এই ঈদের আনন্দ উপভোগ করার পাশাপাশি আমাদের সকলকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কেও সচেতন থাকতে হবে। করোনার সাথে লড়াইয়ে পারস্পরিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই আমাদের ঈদ উৎসব পালন করতে হবে। আমাদের সকলের নিরাপত্তার জন্য আমরা মাস্ক পরিধান করব, সাবান দিয়ে নিয়মিত হাত পরিস্কার করব, নিরাপদ দুরত্ব বজায় রেখে সামাজিকতা পালন করব, আসুন আমরা খাস দিলে একে অপরের জন্য দোয়া করি। পরম করুনাময়, অসীম দয়ালু আল্লাহপাকের দয়ায় সারাবিশ্বের সকল মানুষ অচিরেই স্বাভাবিক জীবন ফিরে পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।
Leave a Reply