জাহিদ হাসান
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
শনিবার ২৬ ফ্রেব্রুয়ারি। ২৬ ফ্রেব্রুয়ারিতে একদিনে এক কোটি ভ্যাকসিন প্রদান করা হবে।বুধবার ২৩ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হয়েছিলো এ গণটিকা দান কার্যক্রম।
গনটিকাদান কার্যক্রমের মূল উদ্যেশ্য হলো দেশের প্রতিটি মানুষ যেনো এই করোনা মহামারির মোকাবিলা করতে পারে। প্রতিটি মানুষের যেনো রোগ প্রতিরোধ করতে পারে। দেশের অর্থ নৈতিক চাকা সচল রাখতে হলে অবশ্যই দেশে সকল মানুষের সুস্থতা অত্যান্ত জরুরী। যদি দেশের সকল মানুষ সুস্থ স্বভাবিক থাকে তবে বাংলাদেশ হবে একটি উন্নতশীল দেশের রোল মডেল।
২৬ ফ্রেব্রুয়ারি শনিবারের পর থেকে আর সরাসরি ভাবে ভ্যাকসিন দেওয়া হবে না। এ কথার প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ্জালাল বাদল সবাইকে দ্রুত টিকা নেয়ার জন্য আহব্বান জানান। তিনি বলেন সবই যেনো সময় মতো টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করে। তিনি বর্তমান খবর প্রতিনিদিকে জানান- দেশের প্রতিটি মানুষ যেনো সুস্থ ও স্বাভাবিক জীবন জাপন করতে পারে।আমি জনগণের সেবায় সবসময় নিজকে নিয়োজিতো রাখতে চাই। আর একাজে জনগণের সারা দেওয়াটা অত্যান্ত জরুরী। এলাকার মানুষ আমার পাশে আছে আর আশাকরি এলাকার প্রতিটি মানুষ সবসময় আমার পাশে থাকবে,আর আমার জনকল্যাণ মূলক সকল কাজে আমাকে সহযোগীতা করবে। তাহলে অবশ্যই দ্রুত এই সমাজ ও দেশের উন্নতি সাধন করা সম্ভব। সর্বশেষ তিনি বলেন
সবাই যেনো সময় মতো টিকা কেন্দ্রে উপস্থিত থাকে,আর ভ্যাকসিন নেওয়ার পরেও যেনো সবাই মাক্স পরার অভ্যাস রাখে।
Leave a Reply