মানুষের প্রতি মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অফুরন্ত। তার দয়া বা অনুগ্রহে হস্তক্ষেপ করার ক্ষমতা দুনিয়ার কারো নেই। মহান আল্লাহ তাআলার ঘোষণাও এমনই। কোরআন পাকে আল্লাহ বলেন-
مَا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِن رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِن بَعْدِهِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
‘মানুষের প্রতি মহান আল্লাহ কোনো করুণা করলে কেউ তা নিবারণকারী কেউ নেই। আর তিনি যা নিবারণ করেন তা তিনি ছাড়া অন্য কেউ তার প্রেরণকারীও নেই। আর তিনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা ফাতির : আয়াত ২)
আল্লাহর অনুগ্রহে বাধা দেয়ার মতো কেউ নেই। আল্লাহ তাআলার রহমত বা অনুগ্রহের দরজা মানুষের জন্য সব সময়ই খোলা তা এ আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। মানুষের যে কোনো চাওয়া-পাওয়া, ইচ্ছা-আকাঙ্খা, আবেদন সরাসরি আল্লাহর কাছে করতে দেরি, তা কবুল বা নাজিল হতে দেরি হয় না। তাই সকল মুমিন মুসলমানের উচিত আল্লাহর কাছে সব সময় তার রহমত কামনা করা। যেভাবে রহমত কামনা করতে শিখিয়েছেন বিশ্বনবি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-
اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَ لَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنكَ الْجَدِّ (আল্লাহুম্মা লা মানিআ লিমা আত্বাইতা, ওয়া লা মুত্বিয়া লিমা মানাতা, ওয়া লা ইয়াংফায়ু জাল ঝাদ্দি মিনকাল ঝাদ্দি।) (বুখারি, মিশকাত)
বাংলা : হে আল্লাহ! তুমি যা দানের ইচ্ছা কর, তা কেউ প্রতিরোধ করতে পারে না এবং তুমি যাতে বাধা দাও, তাও কেউ প্রদান করতে পারে না এবং কোনো সম্পদশালীর সম্পদ তোমার কাছে তাকে রক্ষা করতে পারে না।’
মহান আল্লাহ তাআলা যেখানে পবিত্র কুরআনে আয়াত নাজিল করে তার বান্দাকে অভয় দিচ্ছেন- তিনি যাকে দান করেন, তার দানে কেউ কখনও বাধা দিতে পারে না। তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করা, তার অনুগ্রহ কামনা করার জন্য প্রতিবন্ধকতা কোথায়? তাঁর কাছে রহমত কামনায় প্রিয় নবি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বান্দাকে শিখিয়েছেন গুণগানসহ দোয়া করা যা আল্লাহর রহমত লাভে মুমিন বান্দার জন্য যথাযথ কার্যকরী আমল। মুমিন মুসলমান এ দোয়াটি প্রত্যেক ফরজ নামাজ শেষে সাধারনত তাওহিদের ঘোষণার পর পড়ে থাকেন। হাদিসের নির্দেশনাতেও এমনই আছে।
Leave a Reply