কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নওদাবস মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমটি অবস্থিত। এই এতিমখানায় ১১৭ জন বাচ্চা এবং ৬ জন বৃদ্ধা রয়েছেন। এদের প্রায় বেশির ভাগই এতিম বা অত্যান্ত গরবি পরিবারের সদস্য। এই এতিমখানায় থেকে খেয়ে পড়ে তারা পবিত্র কোরআনের শিক্ষা নিচ্ছে। ভাদ্র মাসের তিব্র রোদে টিনের নিচে সিলিং না থাকায় রোদে পুড়ছে এতিম ও বৃদ্ধরা! পবিত্র কোরআন শিক্ষা নিতে গিয়ে ঘেমে নাস্তানাবুদ প্রতিটি বাচ্চা ও বৃদ্ধা। টিনের নিচে সিলিংয়ের জরুরী প্রয়োজন। চাহিদার তুলনায় যথেষ্ট ফ্যানও নেই! বারান্দার কাজ এখনও করা হয়নি! রুমগুলো রং করাও অতি প্রয়োজন।
এতসব সমস্যায় ডুবে থাকা এতিমখানা ও বৃদ্ধাশ্রমটিতে এতিম ও বৃদ্ধদের খাবারের চরম কষ্ট চলছে। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা এখানে, এতিম ও বৃদ্ধদের খাবারের জন্য স্থায়ী কোন পদক্ষেপ নেয়া জরুরী হয়ে পরেছে। এই এতিমখানায় থাকা এতিম বাচ্চা ও বৃদ্ধারা প্রতিষ্ঠানটির সমস্যাগুলো সমাধানের জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবানদের দৃষ্টি আকর্ষন করছেন।
এই এতিমখানা ও বৃদ্ধাশ্রমের মহতামিম হাফেজ মো: শেখ সাদী বলেন, এতিমখানাটিতে এতিমদের কাছে কোন প্রকার খরচ নেয়া হয়না । এতিখানাটিতে এখন জরুরী রং করা প্রয়োজন নাহলে প্লাষ্টার নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া প্রতিষ্ঠানটিতে টিনের নিচে সিলিং এবং বারান্দেও নেই। তাই তিনি সকল বৃত্তবানদের কাছে সহযোগিতা চেয়ে জোড় অনুরোধ করেন।
এতিমখানা বৃদ্ধাশ্রমটির সভাপতি ও পরিচালক, প্রভাষক মো: ফয়সাল শামীম বলেন- বর্তমানে কোন আয় না থাকায় চরম কষ্টে দিন পার করতে হচ্ছে এতিমখানায় থাকা এতিম ও বৃদ্ধদের। প্রতিষ্ঠানটিতে ৪ টি সমস্যা বেশি জরুরী। ১। এতিমখানাটিতে টিনের নিচে সিলিং দেয়া। ২। রং করা। ৩। বারান্দা দেয়া। ৪। এতিদের খাবারের জন্য স্থায়ী একটা ব্যাবস্থা করা। তাই প্রতিষ্ঠানটির যাবতীয় সমস্যা সমাধানে সমাজের হৃদয়বান ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি। আমার সাথে ইচ্চে করলে ভিডিও কলে কথা বলতে পারেন। মো: ফয়সাল শামীম-০১৭১৩২০০০৯১,
সহযোগিতা পাঠাতে এতিখানা ও বৃদ্ধাশ্রমের একাউন্ট নম্বর: ২০৫০১৯৫০২০২৫৫১৫০২ হিসাবের নাম: নওদাবস মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রম। ব্যাংকের নাম: ইসলামি ব্যাংক লি: শাখার নাম কুড়িগ্রাম শাখা,কুড়িগ্রাম।বিকাশ পারসোনাল নম্বর-০১৭১৫০৯৮৭৪৫, রকেট ও নগদ নম্বর-০১৭১৩২০০০৯১। রকেটে ৯১ পর ৫ যোগ হবে।
Leave a Reply